১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের বিখ্যাত শায়খুল হাদিস শাইখুল মাশায়িখ আল্লামা মুকাদ্দাস আলি আর নেই!

admin
প্রকাশিত ০৮ জানুয়ারি, বুধবার, ২০২৫ ১৯:০২:০৯
সিলেটের বিখ্যাত শায়খুল হাদিস শাইখুল মাশায়িখ  আল্লামা মুকাদ্দাস আলি আর নেই!

Manual7 Ad Code
উপমহাদেশের কিংবদন্তি হাদিস বিশারদ, সিলেটের বিখ্যাত শায়খুল হাদিস শাইখুল মাশায়িখ আল্লামা মুকাদ্দাস আলি সাহেবের ইনতেকাল হইয়াছে ৷ তিনি একাধারে প্রায় ৭০ বছর সহিহ বুখারির দরস প্রদান করেছেন৷ ইমামুল মুহাদ্দিসিন আল্লামা ফখরুদ্দিন মুরাদাবাদি রাহ.-এর সুযোগ্য ছাত্র ছিলেন তিনি৷
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

তাঁর মৃত্যুর খবর বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন মুনশিবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইল।

 

 

Manual6 Ad Code

তিনি বলেন, ‘ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শায়খ মুকাদ্দাস আলী। অবশেষে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাওলায়ে করীমের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমালেন তিনি।’

Manual3 Ad Code

 

 

আজ বাদ আসর জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন মাওলানা আব্দুল্লাহ।

Manual7 Ad Code

১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণকারী এই শায়খুল হাদিস দীর্ঘ ৬৬ বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারির দারস দিয়ে আসছিলেন।

Manual7 Ad Code

প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মভূমি জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে পা দেন। যোগদানের পরের বছরই তাকে মাদরাসার শায়খুল হাদিসের মসনদে সমাসীন করা হয়। সেই থেকে মৃত্যু পর্যন্ত সেখানে একই পদে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর।