
তাঁর মৃত্যুর খবর বাংলাদেশের খবরকে নিশ্চিত করেছেন মুনশিবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইল।
তিনি বলেন, ‘ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন শায়খ মুকাদ্দাস আলী। অবশেষে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাওলায়ে করীমের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমালেন তিনি।’
আজ বাদ আসর জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন মাওলানা আব্দুল্লাহ।
১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণকারী এই শায়খুল হাদিস দীর্ঘ ৬৬ বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারির দারস দিয়ে আসছিলেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মভূমি জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবনে পা দেন। যোগদানের পরের বছরই তাকে মাদরাসার শায়খুল হাদিসের মসনদে সমাসীন করা হয়। সেই থেকে মৃত্যু পর্যন্ত সেখানে একই পদে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯১ বছর।