সিলেটের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫

সিলেটের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সিলেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্লকেড কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

 

 

 

 

বুধবার (১৬ জুলাই) ৫টায় নগরীর চৌহাট্টায় এই ব্লকেড কর্মসূচি শুরু হয়।

শুরুতে নেতৃবৃন্দরা নগরীর চৌহাট্টায় নানা শ্লোগানে মুখরিত করেন। পরবর্তীতে তারা রাস্তায় কুশপুত্তলিকায় আগুন দেন। এসময় গুরুত্বপূর্ণ চৌহাট্টা পয়েন্টে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেটের নেতৃবৃন্দরা মিছিল সহকারে নগরীর দক্ষিণ সুরমার চন্ডীপর চত্ত্বরের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ