সিলেট বিভাগের ১২টি থানার ঘোড়াপ্রেমীদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর মাঝপাড়া এলাকায় লন্ডন প্রবাসী লুলু মিয়া, জাহিদ আলী, লোকমান মিয়া, রুহুল মিয়া ও দুলাল মিয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।
মিলনমেলায় বক্তারা জানান, আগামী বছরের শুরুতে সিলেট বিভাগব্যাপী একটি জমকালো ঘোড়াদৌড় প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে ১২ থানার নামকরা ঘোড়া ও জকিরা অংশগ্রহণ করবেন। বক্তাদের মতে, গ্রামীণ সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী খেলা ঘোড়াদৌড়কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এ ধরনের প্রতিযোগিতা শুধু বিনোদনই নয়, প্রবাসীদের সাথে দেশের সংস্কৃতির বন্ধনকেও আরও সুদৃঢ় করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোকমান মিয়া, সুজা মিয়া, রফিকুল মিয়া, জুয়েল মিয়া ও আব্দুল হেকিম।
এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন থানার ঘোড়া কমিটির নেতৃবৃন্দ—সুনামগঞ্জ, জামালগঞ্জ, শান্তিগঞ্জ, বিশ্বরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, ছাতক, দিরাই, জগন্নাথপুর, বিশ্বনাথ, জালালাবাদ ও উসমানীনগর থানার প্রতিনিধিরা। বক্তারা মিলনমেলার প্রশংসা করে বলেন, সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধিতেও এরকম আয়োজন বড় ভূমিকা রাখবে।