সিলেটের সংগ্রাম তামাবিল সীমান্তে চোরাকারবারিদের গডফাদার কে এই হযরত আলী

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৪

সিলেটের সংগ্রাম তামাবিল সীমান্তে চোরাকারবারিদের গডফাদার কে এই হযরত আলী

সিলেটের সংগ্রাম তামাবিল সীমান্তে চোরাকারবারিদের গডফাদার কে এই হযরত আলী 

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম পুঞ্জি ও তামাবিল সীমান্তে আবারো পেশাদার চোরাকারবারিদের দৌরাত্ম্য আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। চোরাকারবারি ও বিজিবির লাইনম্যান হযরত আলী ও ইবুর নেতৃত্বে সীমান্ত চোরাচালান অবাধে চললেও সংশ্লিষ্ট প্রশাসন না দেখার বান করে চলছে।
সংগ্রাম সীমান্তের রিয়াজউল্লাহর বাগান, চুনাপাথর কোয়ারি এলাকা ও তামাবিল সীমান্তের আমস্বপ্ন, সোনাটিলা এলাকা দিয়ে সরকারি দায়িত্বরত স্হানীয় প্রশাসনের কতিপয় অসাধু সদস্যদের যোগসাজশে পেশাদার চোরাকারবারিরা অবাধে চোরাচালান বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

চোরাকারবারিরা সীমান্ত দিয়ে বিদেশি পুরাতন কাপড়,গার্মেন্টসের কাপড়,শুটকি, গুড়ো দুধ সহ শত প্রকারের খাদ্যদ্রব্য–পণ্য সামগ্রী ভারতে পাচার করে থাকে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র তা নিশ্চিত করেছে। এ ছাড়া বিভিন্ন প্রকারের মাদকদ্রব্য, ঔষধ, মসলা,চিনি, চা পাতা, গুড়োদুধ,স্বর্ণ,ইমিটেশন ও অনেক পণ্য সামগ্রী অবৈধ ভাবে আমদানি করে থাকে। এ সকল পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে সীমান্ত চোরাকারবারিরা শিশু শ্রমিকদের মুঠে হিসেবে ব্যবহার করে থাকে। নারীদের ব্যবহার করা হয় স্বর্ণের বার সহ বিভিন্ন মাদকদ্রব্য আমদানি ও রপ্তানিতে।

এ ছাড়া সোনাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতীয় লোকদের অবাধে গমনাগমন এবং বাংলাদেশের লোকদের অবৈধ ভাবে অবাধে ভারতে যাতায়াতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার করা জরুরী বলে সচেতন মহল দাবি জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ