১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে নয়টার পর বন্ধ থাকবে

admin
প্রকাশিত ০২ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২২:০২:০৪
সিলেটের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে নয়টার পর বন্ধ থাকবে

Manual8 Ad Code

সুনির্মল সেন :: সিলেট নগরীতে রাত সাড়ে নয়টার পর হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ব্যাতীত সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সব মার্কেটের পার্কিং স্পেস পার্কিংয়ের জন্য উন্মুক্ত রাখতে হবে।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

 

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে সিলেট মহানগর এলাকার বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ দু’টি সিদ্ধান্ত গৃহীত হয়। সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, সোমবারের সভায় সিলেট মহানগর এলাকার হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে নয়টা পর্যন্ত খোলা থাকবে বলে সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত ৭ ডিসেম্বর থেকে থেকে কার্যকর হবে। এ ছাড়া যে সকল মার্কেট ও শপিং মলের প্ল্যানে পার্কিং স্পেস ছিল কিন্তু পার্কিং স্পেস পার্কিং এর জন্য উন্মুক্ত না রেখে দোকান বা স্থাপনা নির্মাণ করা হয়েছে সেগুলো সরিয়ে পার্কিং এর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে উন্মুক্ত করে দিতে হবে।

Manual7 Ad Code