সুনির্মল সেন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে সোমবার। সিলেট বিভাগের ১৯ আসনে জাতীয়তাবাদী দল- বিএনপি’র ৮ বিদ্রোহীদের প্রার্থী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। সিলেট বিভাগের ১৯টি আসনে ১৮৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ৮ নেতা। দলের বিদ্রোহী প্রার্থী হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা। সিলেট জেলার মধ্যে একমাত্র বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ, যিনি চাকসু মামুন নামে পরিচিত। তিনি সিলেট-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সিলেট-৫ আসনে মনোনয়ন দাখিল করেছেন ৬ জন। এই আসনটি জোটসঙ্গী জমিয়ত ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি।
এখানে প্রার্থী হয়েছেন জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি নেতা মামুনুর রশীদ। তাকে মঙ্গলবার দল থেকে বহিস্কার করেছে বিএনপি। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শ্রীমঙল পৌরসভার চেয়ারম্যান মো. মহসিন মিয়া। এ আসনে বিএনপির প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সদস্য কয়ছর এম আহমদ। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন।
সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার আবিদুল হক আবিদ। সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসনে মনোনয়ন জমা দিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।
এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ ফয়সল। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী।