সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৩
সিলেটের ১৯ টি আসনে নৌকার প্রার্থী হলেন যারা
পৃথিবীর কথা নিউজ ডেস্ক::- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সিলেট বিভাগের ১৯টি মধ্যে ৯টিতে আসনে পুরোনোদের বাদ দিয়ে প্রার্থী হিসেবে নতুন মুখের নাম ঘোষণা করা হয়। এই ৯টি আসনের ছয়টিতেই প্রতিনিধিত্ব করছেন আওয়ামী লীগের এমপিরা। অন্য তিনটির দু’টিতে রয়েছে গণফোরাম ও একটি জাতীয়পার্টির এমপি। তাদের পরিবর্তে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দু’টি করে ছয়টি আসন এবং সুনামগঞ্জে তিনটি আসনে এসেছে নতুনমুখ।
আওয়ামী লীগের চূড়ান্তপ্রার্থী তালিকায় আছেন সিলেট-১ আসনে বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তার সঙ্গে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও ২ জন। সিলেট-২ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।তার সঙ্গে মনোনয়ন প্রত্যাশী ছিলন আরও ৭ জন।সিলেট-৩ আসনে বর্তমান সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।তার সঙ্গে মনোনয়ন চেয়েছিলেন আরও ৮ জন। সিলেট-৪ আসনে বর্তমান এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর ইমরান আহমদ।তার সঙ্গে মনোনয়ন চেয়েছিলেন আরও ৮ জন। সিলেট-৫ আসনে সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সিলেট-৬ আসনে বর্তমান এমপি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এরমধ্যে নতুন মুখ সিলেট-৫ আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। ওই আসনের বর্তমান এমপি হাফিজ আহমদ মজুমদার এবার বয়সের কারণ দেখিয়ে মনোনয়ন নেননি। সিলেট-২ আসনে বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান।
মৌলভীবাজার-১ আসনে বর্তমান সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, মৌলভীবাজার-৩ আসনে ওলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে বর্তমান এমপি ও সাবেক সরকারদলীয় চিফহুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ।
মৌলভীবাজার-৩ আসনের বর্তমান এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদের বদলে নতুন মুখ এসেছেন শিল্পপতি জিল্লুর রহমান। মৌলভীবাজার-২ আসনের বর্তমান এমপি সুলতান মুহাম্মদ মনসুর। সেখানে এবার মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম নাদেল।
হবিগঞ্জ-১ আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান ড. মুশফিক হোসেন, হবিগঞ্জ-২ আসনে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ-৩ আসনে বর্তমান এমপি আবু জাহির, হবিগঞ্জ-৪ আসনে বর্তমান এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
হবিগঞ্জ-১ আসনে বর্তমান এমপি শাহ নওয়াজ মিলাদ গাজীর স্থলে ডা. মুশফিক হুসেন চৌধুরী এবং হবিগঞ্জ-২ আসনে পরপর তিনবারের এমপি আব্দুল মজিদ খানের স্থলে সাবেক এমপি মরহুম শরীফ উদ্দিন আহমেদের ছেলে ময়েজ উদ্দিন শরীফ রুয়েল নৌকার মনোনয়ন পেয়েছেন।
সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ আসনে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী), সুনামগঞ্জ-৩ আসনে বর্তমান সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৪ আসনে নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ সাদিক ও সুনামগঞ্জ-৫ আসনে বর্তমান এমপি মুহিবুর রহমান মানিক।
সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন নানা বিতর্কে জড়ানোয় তাঁর স্থলে এবার দলীয় মনোনয়ন পেয়েছেন অ্যাডভেকেট রনজিত সরকার। সুনামগঞ্জ-২ আসনের বর্তমান এমপি, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে বাদ দিয়ে তাঁর স্থলে বাংলাদেশ পুলিশের আইজিপির ভাই আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। সুনামগঞ্জ-৪ আসনের বর্তমান এমপি জাতীয় পার্টির পীর ফজলুর রহমান মিছবাহ।
জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে রয়েছে ১৯টি সংসদীয় আসন। এই ১৯টি আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছিল ১৭৩ টি। এর মধ্যে কয়েকজন একাধিক আসনে মনোনয়নপত্র কেনেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D