ফকির হাসান, বিশেষ প্রতিনিধি:: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার আগেই সিলেটের ৩৯ থানার ওসি বদলি হয়েছেন। পাশাপাশি দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়।
পদায়নের মধ্যে- ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে পদায়ন করা হয়েছে, বরিশাল রেঞ্জের ৬ জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে, সিলেট রেঞ্জের ৪ জেলায় ৩৯ থানার ওসিকে পদায়ন করা হয়েছে, রাজশাহী রেঞ্জে ৮ জেলায় ৭১ থানার ওসিকে পদায়ন করা হয়েছে এবং রংপুর রেঞ্জের ৮ জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে। সিলেটের ৩৯ থানার নতুন ওসির তালিকা- সিলেট জেলা : মো. সফিকুল ইসলাম খান – কোম্পানীগঞ্জ মো. আব্দুল আহাদ – গোয়াইনঘাট মুহাম্মদ আব্দুর রাজ্জাক – জকিগঞ্জ মো. মাহফুজ ইমতিয়াজ ভুইয়া – বালাগঞ্জ গাজী মো. মাহবুবুর রহমান – বিশ্বনাথ মো. আরিফুল ইসলাম – গোলাপগঞ্জ মডেল মো. ওমর ফারুক – বিয়ানীবাজার মডেল মো. মোরশেদুল হাসান ভূইয়া – ওসমানীনগর মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা – জৈন্তাপুর মডেল মো. আমিনুল ইসলাম – কানাইঘাট আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির – ফেঞ্চুগঞ্জ সুনামগঞ্জ জেলা : মো. রোকিবুজ্জামান – শাল্লা মো. তরিকুল ইসলাম তালুকদার – দোয়ারাবাজার রতন শেখ পিপিএম – সুনামগঞ্জ সদর মডেল এনামুল হক চৌধুরী – দিরাই একেএম শাহাবুদ্দিন শাহীন পিপিএম – মধ্যনগর মো. বন্দে আলী – জামালগঞ্জ মোহাম্মদ মিজানুর রহমান – ছাতক মো. শফিকুল ইসলাম – জগন্নাথপুর মো. সহিদ উল্যা – ধর্মপাশা মো. অলিউল্লাহ – শান্তিগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম – বিশ্বম্ভরপুর মো. আমিনুল ইসলাম – তাহিরপুর হবিগঞ্জ জেলা : মো. মোনায়েম মিয়া – নবীগঞ্জ মো. আবুল কালাম – শায়েস্তাগঞ্জ মো. দেলোয়ার হোসেন – হবিগঞ্জ সদর মডেল মো. মাহবুব মোরশেদ খান – মাধবপুর মো. সাইফুল ইসলাম – বাহুবল শফিকুল ইসলাম – চুনারুঘাট শরীফ আহমেদ – বানিয়াচং মো. আকবর হোসেন – আজমিরীগঞ্জ মো. জাহিদুল হক – লাখাই মৌলভীবাজার জেলা : মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া – রাজনগর মো. মনিরুজ্জামান খান – বড়লেখা মো. মনিরুজ্জামান মোল্যা – কুলাউড়া মো. সাইফুল ইসলাম – মৌলভীবাজার সদর মডেল শেখ জহিরুল ইসলাম মুন্না – শ্রীমঙ্গল মো. আব্দুল আউয়াল – কমলগঞ্জ দিলিপ কান্ত নাথ – জুড়ী।