সিলেটে অস্ত্রসহ মাদক কারবারীর আটক

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

সিলেটে অস্ত্রসহ মাদক কারবারীর আটক

সিলেটের দক্ষিণ সুরমায় অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ মো. তারেকুর রহমান তারেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

 

এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

 

 

 

সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ ফেব্রুয়ারি গভীররাতে মোগলাবাজার থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জালালপুর ডিগ্রী কলেজ মাঠে অভিযান পরিচালনা করেন।

 

এসময় তারেকুরকে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চায়নিজ টিপ চাকু ও মাদক বিক্রয়ের নগদ ১৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ