সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
সিলেট: জনপ্রিয় গানের লেখক প্রয়াত মরমি কবি গিয়াসউদ্দিন আহমদ-এর ছেলে, ব্যাংকার ও নাট্যকার মু. আনোয়ার হোসেন রনি-এর গানসংকলন ‘হাউসের নাইয়া’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরের জিন্দাবাজার এলাকায় প্রকাশনা সংস্থা বুনন ও বইয়ের বিপণন প্রতিষ্ঠান বাতিঘর এ আয়োজন করে। অনুষ্ঠানটি আনোয়ার হোসেন রনির ৬০তম জন্মদিন উপলক্ষে করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গানের সম্পাদক ও লোক গবেষক সুমনকুমার দাশ। গীতিকাকে ফুল দিয়ে বরণ করেন প্রকাশক খালেদ উদ-দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকার রনির স্ত্রী কুমকুম হাজেরা, প্রবীণ সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, লেখক আবুল ফতেহ ফাত্তাহ, মিহিরকান্তি চৌধুরী, জামান মাহবুব, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, নাট্যদল ও বিশ্ববিদ্যালয় পেশাজীবীরা।
বইটিতে রনির নির্বাচিত ৮২টি গান সংকলিত হয়েছে। এতে নিগূঢ় তত্ত্ব, বিচ্ছেদ, আঞ্চলিকসহ বিভিন্ন ধরণের গান অন্তর্ভুক্ত। গানের পাশাপাশি রনির পাঁচটি নাটকের বইও প্রকাশিত হয়েছে।
মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হয় ‘রনির গানযাপন’ শীর্ষক সাংস্কৃতিক আয়োজন। এতে রনির গান পরিবেশন করেন প্রবীণ ও নবীন শিল্পীরা, যার মধ্যে ছিলেন হিমাংশু বিশ্বাস, শামীম আহমদ, বাউল সূর্যলাল দাস, শাহীনূর আলম সরকার, তন্বি দে, প্রদীপ মল্লিক, লিংকন দাশ। এছাড়া যৌথ কণ্ঠে গান পরিবেশন করেন অরূপ বাউল ও সোনিয়া সুভদ্রা।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD