১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী

admin
প্রকাশিত ০৮ জুলাই, মঙ্গলবার, ২০২৫ ১৮:৩১:৪৪
সিলেটে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী

Manual6 Ad Code

বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের এক্সিকিউটিভ ডিরেক্টর খালেদ আহমদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে উদ্যোক্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।উদ্যোক্তারা দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারি। উদ্যোক্তারা নতুন নতুন ধ্যান-ধারণা নিয়ে কাজ করে সেগুলোর সঠিক বাস্তবায়ন করলে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশ সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। উদ্যোক্তারা শুধু নিজে স্বাবলম্বী হয় না তারা সমাজের আরও দশজনকে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দেয়। তিনি বলেন, উদ্যোক্তা হতে গেলে সবচেয়ে বড় যে গুণাবলী নিজের মধ্যে ধারণ করতে হবে তা হচ্ছে আত্মবিশ্বাস এবং কোনো বাধাতেই হাল না ছেড়ে দেওয়ার দৃঢ়তা। তিনি প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ে উদ্যোক্তাদের কাজ করার আহবান জানান।

 

 

 

 

মঙ্গলবার (৮ জুলাই) নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের যৌথ উদ্যোগে ও পূবালী ব্যাংক পিএলসি’র বাস্তবায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

 

 

 

Manual6 Ad Code

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাডিশনাল ডিরেক্টর ও এসআইসিআইপি প্রজেক্ট এর প্রোগ্রাম ডিরেক্টর মো. নজরুল ইসলাম। তিনি বলেন, আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো উদ্যোক্তাদের ফাইনেন্স এর আওতায় নিয়ে আসা। ব্যাংক থেকে ঋণ নেয়াটাই সফলতা নয়, সফলতা হলো আত্মবিশ^াসের সাথে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় বিশ্বাসই একজন উদ্যোক্তার অন্যতম পুঁজি যা তাকে কখনোই পরাজিত হতে দিবে না। তরুণ উদ্যোক্তারা তাদের প্রাণচাঞ্চল্য, কর্মস্পৃহা এবং জীবনী শক্তি দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Manual2 Ad Code

 

 

 

 

Manual5 Ad Code

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের ডিরেক্টর মোহাম্মদ আবুল হাশেম, পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের জেনারেল ম্যানেজার চৌধুরী মো. শফিউল হাসান, পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল কবীর চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের ডিপিডি ফাইনেন্স ও এসএমইএসপিডি জয়েন্ট ডিরেক্টও মো. আইয়ুব আলী। স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি দরগাহগেইট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মোসা. মাকসুদা বেগম। অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।