১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে উন্নয়নমূলক কাজে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

admin
প্রকাশিত ১২ সেপ্টেম্বর, শুক্রবার, ২০২৫ ১৭:৩৯:১১
সিলেটে উন্নয়নমূলক কাজে শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

Manual8 Ad Code

সিলেট প্রতিনিধি:
সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণ, জরুরি মেরামত ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual3 Ad Code

🕑 সময়সূচি

  • সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত
    👉 ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের ফিডারসমূহের আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

    Manual3 Ad Code

  • সকাল ৭টা থেকে বিকাল ৩টা পর্যন্ত
    👉 বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন একাধিক ১১ কেভি ফিডারের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

📍 প্রভাবিত এলাকা

৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্র

কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড় বাজার, লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, রুপসা আ/এ, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, সাহেবের বাজার, সালুটিকর ঘাটসহ আশপাশের এলাকা।

৩৩/১১ কেভি আম্বরখানা উপকেন্দ্র

ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাদামবাগিচা, পীর মহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ আ/এ, আম্বরখানা, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দর বাজার, সুবিদ বাজার, কলবাখানী, শাহী ঈদগাহ, হাজারীবাগ, কাজিটুলা, মিরবক্সটুলা ইত্যাদি এলাকা।

১১ কেভি ফিডার (নিয়ন্ত্রণাধীন বিভাগ-২)

কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, নাইওরপুল, ওসমানি যাদুঘর, ধোপাদিঘীর উত্তরপার, কুমারপাড়া, শাহী ঈদগাহ, বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, আরামবাগ, ফোকাসসহ আশপাশের এলাকা।

ℹ️ নির্দেশনা

  • জনগণের নিরাপত্তার স্বার্থে নির্ধারিত সময় পর্যন্ত লাইন চালু রয়েছে বলে গণ্য করতে হবে

  • নির্ধারিত সময়ের আগে কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

    Manual1 Ad Code

  • গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

    Manual3 Ad Code