সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫
এমদাদুর রহমান চৌধুরী জিয়া:
সিলেট নগরীর মেজরটিলায় চিকিৎসক জাকারিয়া আহমেদ রুমেলের বাসায় ৮ বছর যাবত কাজ করে আসা ( গৃহকর্মী) কিশোরী লাকীর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গত ২২ মার্চ রাতে লাকী আক্তার কে পেটে ব্যথার অজুহাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন গৃহকর্তা ডা. জাকারিয়া আহমেদ রুমেল।
খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাকীর শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের ক্ষত চিহ্ন চোখে পড়ে তার পরিবারের।
সোমবার (২৪ মার্চ) ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাকী আক্তারের মৃত্যু হয় চিকিৎসাধীন অবস্থায়।
হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, গৃহকর্মীর গলায় বিষাক্ত দ্রব্যের আলামত মিলেছে। তবে অভিযুক্ত চিকিৎসকের দাবি, প্রেমে বাধা দেওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন গৃহকর্মী নিজেই।
এদিকে গৃহকর্মী লাকীর রহস্যজনক মৃত্যুর পর পরিবার নিয়ে উধাও হয়েছেন গৃহকর্তা চিকিৎসক জাকারিয়া। এতে ওই কিশেরীর মৃত্যু নিয়ে রহস্য আরও ঘনীভূত হয়েছে। সৃষ্টি হয়েছে ধুম্রজালের।
নির্যাতনের পর হারপিক খাইয়ে লাকীকে হত্যা করা হয়েছে বলে ও অভিযোগ ঊঠেছে স্বজনও এলাকাবাসীর মুখে।
লাকী আক্তারের মা বিলাতুল বেগমের অভিযোগ, এর আগেও লাকী আক্তারকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের পর জোরপূর্বক হারপিক খাইয়ে হত্যা করা হয়েছে তার মেয়েকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান তিনি।
এ বিষয়ে কথা বলতে ডা. জাকারিয়া আহমেদ রুমেলকে ফোন করলে অজ্ঞাত স্থান থেকে তিনি কল রিসিভ করেন। নির্যাতনের বিষয় অস্বীকার করে তিনি বলেন, প্রেমে বাধা দেওয়ায় ক্ষোভে হারপিক খেয়েছে লাকী।
সিলেট এসএমপির শাহপরান থানার ওসি মো. মনির হোসেন জানান, চিকিৎসক গলায় বিষাক্ত দ্রব্যের আলামত পেয়েছেন। আমরা সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD