২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ঘন কুয়াশায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ৩

admin
প্রকাশিত ০২ ফেব্রুয়ারি, রবিবার, ২০২৫ ২০:৩২:১৮
সিলেটে ঘন কুয়াশায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ৩

Manual7 Ad Code

সিলেটে ওসমানী নগর উপজেলায় ঘন কুয়াশায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার উনিশ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের ডুবাই প্রবাসী সুহেল ভূইয়া (৪০), ঢাকা ডেমরার শরিফ মল্লম এর স্ত্রী শামীমা (৩৭), ও সায়মা আক্তার ইতি (২৭) ও ছেলে আয়ান (৭)।

 

Manual1 Ad Code

আর আহতরা হলেন, স্কুলশিক্ষক জাহিদ হাসান (২৯), নিহত সুহেল ভূইয়ার স্ত্রী সাবিনা (৩৭), মেয়ে সুনায়রা (৭)।

Manual4 Ad Code

জানা যায়, রোববার ভোরে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে একটি ট্রাক (ঝিনাইদহ ট ১১-০৮৫৭) একটি প্রাইভেটকারকে চাপা দিলে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে নেয়ার পর আরো দু’জন মারা যান। নিহত এবং আহতরা প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ভোরে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। এতে চারজন কার যাত্রী নিহত এবং তিনজন আহত হয়েছেন।

Manual6 Ad Code