সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর সর্বজন পরিচিত পেশাদার চার ছিনতাইকারীকে আটক করেছে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি সিএনজি ও জব্দ করা হয়েছে।
পুলিশ আটকদের কোর্টে সোপর্দ করলে সোমবার গ্রেফতারকৃতদের জেলা হাজতে পাঠিয়েছে আদালত ।
গ্রেফতারতৃতরা হল,সিলেটের শাহ পরান (রহ.) থানার বালুচরের কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ, জালালাবাদ থানার টুকেরবাজারের ভাইয়ারপাড়ের নুর মিয়ার ছেলে আক্তার আহমদ, মোগলাবাজার থানার হাসামপুর(পশ্চিমপাড়া)ছিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান,এয়ারপোর্ট থানার ইলেট্রিক সাপ্লাই রোডের মৃত আজমল হোসেনের ছেলে আজহার।
কোতোয়ালী থানা পুলিশের ওসি জিয়াউল হাসান জানান, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের পাকড়াও করতে অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতয়ালী মডেল থানা পুলিশ রবিবার সন্ধায় মিরাবাজার এলাকায় ছিনতাইকালে বিল্লাল ও আক্তারকে গ্রেফতার করে। এ সময় ছিনাতাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
একই দিন সন্ধায় কোতয়ালী মডেল থানা পুলিশের অপর একটি টিম নগরীরর পাঠানটুলায় ছিনতাইকালে হামিদুর রহমান ও তার সহযোগি আজহারকে গ্রেফতার করে। ওই সময় ছিনতাইকাজে ব্যবহৃত আরো একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD