সিলেটে ছুরি কাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৫

সিলেটে  ছুরি কাঘাতে যুবক নিহত

সিলেট নগরীর ক্বীনব্রিজ এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ডালিম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

 

 

 

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ক্বীনব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের ওই সময়ে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

 

 

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ