১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক আটক; থানায় হস্তান্তর

admin
প্রকাশিত ১৬ জানুয়ারি, শুক্রবার, ২০২৬ ১৪:৩৯:৪০
সিলেটে জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিক আটক; থানায় হস্তান্তর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সিলেট | ১৫ জানুয়ারি, ২০২৬

Manual7 Ad Code

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিককে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে নগরীর নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। পরে ওইদিন সকালেই তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযান ও আটক: সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি আভিযানিক দল বৃহস্পতিবার ভোরে বিএনপি নেতা মানিকের বাসায় অভিযান চালায়। তবে মানিকের পরিবারের দাবি, বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

Manual4 Ad Code

থানায় হস্তান্তর: আটকের পর বৃহস্পতিবার সকালেই তাকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে সেনাবাহিনী। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

পুলিশের বক্তব্য: উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “সেনাবাহিনীর একটি দল বিএনপি নেতা আনোয়ার হোসেন মানিককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

তবে ঠিক কী কারণে বা কোন মামলায় তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

Manual8 Ad Code