সিলেটে টাকা ও মোটরসাইকেল ছিনতাইকালে জনতার হাতে একজন আটক

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

সিলেটে টাকা ও মোটরসাইকেল ছিনতাইকালে জনতার হাতে একজন আটক

সিলাম চকেরবাজার এলাকায় এক ব্যবসায়ীর টাকা ও মোটরসাইকেল ছিনতাইকালে জনতার হাতে একজন আটক হয়েছেন।

পরে তাকে উত্তম-মধ্যম দিয়ে থানাপুলিশের কাছে সোপর্দ করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যারাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে এমাদুরকে উদ্ধার করে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা প্রদান করে।

মোগলাবাজার থানাপুলিশ জানায়, এ ঘটনায় জাবের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

 

 

 

 

জানা গেছে, সিলেটের বালাগঞ্জ উপজেলার দত্তপুর গ্রামের রফিক মিয়ার ছেলে গহরপুর বাজারের ব্যবসায়ী জাবের আহমদ ব্যবসায়ীক মাল কিনতে চাচাতো ভাইসহ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মঙ্গলবার ইফতারের পর তার মোটরসাইকেলযোগে সিলেট শহরে যাওয়ার জন্য রওয়ান হন।

 

 

তারা দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন সিলাম চকেরবাজার এলাকায় যাওয়ামাত্র পেছন দিক থেকে দুটি মোটরসাইকেলযোগে সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর চম্পারকান্দি গ্রামের সুলেমানের ছেলে এমাদুর সুলতান, একই গ্রামের জলিল মিয়ার ছেলে তুয়েল আহমদ (২৫) ও তানভীর আহমদ (২১) এবং মোগলাবাজার থানার সিলাম টিলাপাড়া গ্রামের সামসুল আলমের ছেলে রাহিয়ান (২০) এসে জাবেরদের পথ রোধ করে অস্ত্র দেখিয়ে সঙ্গে থাকা টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে উদ্যত হন।

 

 

এসময় জাবের ও তার চাচাতো ভাইয়ের চিৎকারে স্থানীয়রা ৪ ছিনতাইকারীদের ধাওয়া করে এমাদুর সুলতানকে আটক করতে সক্ষম হন। তবে বাকিরা পালিয়ে যান। এসময় আটক এমাদুরকে উত্তম-মধ্যম দেন স্থানীয় জনতা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ