সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫
সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো এক যাত্রী।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম আজমান আলী (১৮)। সে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম শাওন (২১)। সে একই গ্রামের আমির আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টের নিচে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমান আলীর। এসময় মোটরসাইকেলের চালক শাওন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত নিহত ও ১ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD