১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, শনিবার, ২০২৫ ১৪:২২:১৮
সিলেটে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

সিলেট-ভোলাগঞ্জ সড়কে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো এক যাত্রী।

Manual1 Ad Code

শুক্রবার (৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের কোম্পানীগঞ্জের টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোটরসাইকেল আরোহীর নাম আজমান আলী (১৮)। সে উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে সুরুব আলীর ছেলে। আহত অপর মোটরসাইকেল আরোহীর নাম শাওন (২১)। সে একই গ্রামের আমির আলীর ছেলে।

Manual2 Ad Code

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টের নিচে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আজমান আলীর। এসময় মোটরসাইকেলের চালক শাওন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

Manual8 Ad Code

 

 

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত নিহত ও ১ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘাতক ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।