সিলেটে তাপমাত্রা বাড়তে পারে

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৫

সিলেটে তাপমাত্রা বাড়তে পারে

সিলেটে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বৃষ্টিপাত সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

 

 

 

 

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগরের কাছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্র ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বর্তমানে বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশালে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও সীতাকুণ্ডে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ