সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
অনলাইন ডেস্ক : সিলেট নগরীর আল হামরা শপিং সিটি মার্কেটের একটি জুয়েলারি দোকানের তালা ভেঙে ২৫০ ভরি সোনা চুরির অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত অথবা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে চোর ২৫০ ভরি সোনা নিয়ে যাওয়ার সময় নতুন তালা লাগিয়ে দিয়ে যায়।
সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ ও আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী জানান, বুধবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় প্রায় আড়াই শ’ ভরি সোনা ছিল দোকানে।
দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী দাবি করেন, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এসব স্বর্ণের দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।
মো. জাবেদ চৌধুরী বলেন, আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় নুরানি জুয়েলারি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে দোকানে যান কর্মচারীরা। দোকান খুলে দেখেন কোনো স্বর্ণ নেই। ঘটনাটি দ্রুত মার্কেট সমিতি ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। ফলে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিংমলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে।
জাবেদ চৌধুরী বলেন, এই মার্কেটে এর আগে কখনো এ রকম ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। বাইরের কেউ এই কাজ করতে পারবে না। ভেতর থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে। কিন্তু কে করেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD