১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে দেশ যুব সংগঠনের মাস ব্যাপী কর্মসূচি সমাপনী

admin
প্রকাশিত ০৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৫ ১৯:০৭:৩৮
সিলেটে দেশ যুব সংগঠনের মাস ব্যাপী কর্মসূচি সমাপনী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :

মানুষ সামাজিক জীব, তাই সমাজ এগিয়ে নিতে , ভালো কাজগুলো একতাবদ্ধ হয়ে করতে, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করতে সামাজিক সংগঠন গুরুত্বঃ অপরিসীম। সে রকম একটি সংগঠনের নাম দেশ যুব সংগঠন সিলেট।

Manual5 Ad Code

 

 

 

সিলেটের বেশ কিছু সামাজিক পরিচিত মুখের দ্বারা দীর্ঘদিন থেকে সংগঠনটি পরিচালিত হয়ে স্থানীয় প্রশাসন ও সামাজিক অঙ্গনে পেয়েছে ব্যাপক পরিচিতি। সুনাম কুড়িয়ে শ্রেষ্ঠ যুবসংগঠক হিসেবে পরিচিতি পেয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ সংগঠনের পরিচালক কামাল আহমদ দুর্জয়।

 

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটে যুব উদ্যোক্তা সৃষ্টি,, সামাজিক সচেতনতা বৃদ্ধি , বাল্য বিয়ে রোধ, মাদকের ভয়াবহতা সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি, সাংস্কৃতিক ও নাট্যাঙ্গনে বিশেষ ভূমিকা রেখে আসা দেশ যুব সংগঠন এবার নেমেছে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচিতে।
এর শুভ সূচনা গত মাসে হলেও গতকাল ছিলো মাসব্যাপী বৃক্ষরোপণের সমাপনী দিন।

দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে গত ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় সিলেট নগরীর বাইপাস সড়কের হুমায়ুন রশিদ চত্বর এলাকায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় বৃক্ষ রোপনের মাধ্যমে।

যুব সংগঠক ও অভিনেতা মোঃ কামাল আহমদ দুর্জয় এর সঞ্চালনায় সমাপনী দিনে প্রদান অতিথি ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুজ্জামান চৌধুরী। এসময় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা অরুন কুমার সরকার।

Manual5 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ যুব সংগঠনটি দীর্ঘ এক যুগেরও বেশি সময় থেকে পরিবেশ নিয়ে কাজ করায় প্রশংসা করেন সংগঠনের। আগামী দিনে পথ চলায় সরকারি দপ্তর গুলোর পক্ষ থেকে সহযোগিতার ও আশ্বাস দেন।