১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে নারী ওয়ার্ডের সদস্য বাড়িতে হামলা আহত ২

admin
প্রকাশিত ১৯ জুলাই, শনিবার, ২০২৫ ১৮:৩৭:০১
সিলেটে নারী ওয়ার্ডের সদস্য বাড়িতে হামলা আহত ২

Manual4 Ad Code

সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নে এক নারী মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য ফারজানা আক্তার জেবিনের চরুগাঁও এলাকার বাসায় এই হামলা হয়। হামলায় ফারজানা জেবিনের স্বামী জয়নাল আবেদিন (৪০) এবং তাদের ৯ বছরের কন্যা তানিসা আক্তার আহত হন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ফারজানা জেবিনের অভিযোগ, স্থানীয় পাঁচ ব্যক্তি বাসায় এসে তার স্বামীর ওপর হামলা চালায় এবং শিশুকন্যাকেও আহত করে। এছাড়া ঘরে থাকা দেড় লাখ টাকা এবং টেন্ডারের কিছু অর্থ লুট করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি জানান, পরিবারের সদস্যরা সুস্থ হলে আইনি পদক্ষেপ নেবেন।

Manual8 Ad Code

তবে পুলিশ ভিন্ন মত দিয়েছে। জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানিয়েছেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই ঘটনার সূত্রপাত। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Manual1 Ad Code