সিলেটে নারী ওয়ার্ডের সদস্য বাড়িতে হামলা আহত ২

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫

সিলেটে নারী ওয়ার্ডের সদস্য বাড়িতে হামলা আহত ২

সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নে এক নারী মেম্বারের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৮নং কান্দিগাঁও ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য ফারজানা আক্তার জেবিনের চরুগাঁও এলাকার বাসায় এই হামলা হয়। হামলায় ফারজানা জেবিনের স্বামী জয়নাল আবেদিন (৪০) এবং তাদের ৯ বছরের কন্যা তানিসা আক্তার আহত হন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ফারজানা জেবিনের অভিযোগ, স্থানীয় পাঁচ ব্যক্তি বাসায় এসে তার স্বামীর ওপর হামলা চালায় এবং শিশুকন্যাকেও আহত করে। এছাড়া ঘরে থাকা দেড় লাখ টাকা এবং টেন্ডারের কিছু অর্থ লুট করা হয়েছে বলেও তিনি দাবি করেন। তিনি জানান, পরিবারের সদস্যরা সুস্থ হলে আইনি পদক্ষেপ নেবেন।

তবে পুলিশ ভিন্ন মত দিয়েছে। জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ জানিয়েছেন, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরেই ঘটনার সূত্রপাত। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ