সিলেটে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

সিলেটে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

সিলেট, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর): সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি সিলেট জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ও টিলা কাটার প্রবণতা দেখা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি এ কাজে জড়িত থাকায় পরিবেশের ভারসাম্য বিনষ্টসহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি বাড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী জেলাজুড়ে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো।

এছাড়া, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, এ নির্দেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ