১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার

admin
প্রকাশিত ০২ মার্চ, রবিবার, ২০২৫ ২২:২৩:৩৪
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার

Manual8 Ad Code

পৃথক অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ও রাতে সিলেট জেলা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার, এএসপি মো. সম্ভ্রাট তালুকদার জানান, শুক্রবার বিকেলে জকিগঞ্জ থানার ঘেচুয়া গ্রামে অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Manual5 Ad Code

 

 

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলো- ঘেচুয়া গ্রামের মৃত আজমুল আলীর ছেলে জিহাদ উদ্দিন (৩২), জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪০) ও মাজবন্দ হেতিছানগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জাবেদ আহমদ (৩৫)।

 

 

 

 

 

তাদের কাছ থেকেও ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

এদিকে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট-জগন্নাথপুর সড়কে চেকপোস্ট বসিয়ে রাসেল (৩২) নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ইকুড়চর গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে। তার কাছ থেকে ১টি রামদা, ১টি কুড়াল, ১টি তালা কাটার মেশিন, ১টি রেঞ্চ, ১টি লোহার রড ও ১টি মুখোশ উদ্ধার করা হয়েছে।

Manual2 Ad Code