১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রথমবারের মতো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

admin
প্রকাশিত ০৬ অক্টোবর, সোমবার, ২০২৫ ২২:১৯:৩৩
সিলেটে প্রথমবারের মতো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

Manual8 Ad Code

সিলেটে প্রথমবারের মতো ১৫ দিনব্যাপী এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুরে নগরের সুবিদবাজার এলাকার একটি কনভেনশন সেন্টারের প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী

Manual6 Ad Code

মেলার আয়োজক মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়ার সভাপতিত্বে এবং জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরানসহ দেশি-বিদেশি শতাধিক স্টল রয়েছে। আজ থেকে শুরু হয়ে আগামী ২০ অক্টোবর পর্যন্ত মেলাটি চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা। প্রবেশমূল্য রাখা হয়েছে ২০ টাকা

Manual2 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,

Manual6 Ad Code

“এই আয়োজন সিলেটের উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য সম্ভাবনার এক নতুন দুয়ার। দেশি-বিদেশি উদ্যোক্তারা একই প্ল্যাটফর্মে এসে নিজেদের পণ্য ও সেবার প্রচার-প্রসারের সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক ও প্রযুক্তি বিনিময়ের সুযোগ তৈরি হবে। তরুণ ও নারী উদ্যোক্তারা এ মেলার মাধ্যমে আরও অনুপ্রাণিত হবেন।”

Manual2 Ad Code

তিনি আরও বলেন, সিলেট শহরকে শিল্পায়ন নগরী হিসেবে গড়ে তুলতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।