সিলেট ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৫
সিলেট, ২৭ আগস্ট ২০২৫:
সিলেটে প্রাণ-প্রকৃতি বিনাশী কার্যক্রম বন্ধ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা।
বুধবার দুপুর ১টায় সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমের বরাবর এই স্মারকলিপি প্রদান করেন—সিলেট সিপিবি সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাংলাদেশ জাসদ মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক সিরাজ আহমদ, সিপিবি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাশ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের অ্যাডভোকেট রণেন সরকার রনি, বিপ্লবী কমিউনিস্ট লীগের ডা. হরিধন দাস, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক নাজিরুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পিনাক রঞ্জন দাস প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পাহাড়-টিলা, হাওর আর নদীর অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে সিলেটের প্রকৃতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটকে ‘সুন্দরী শ্রীভূমি’ নামে আখ্যায়িত করেছিলেন। অথচ অপরিকল্পিত নগরায়ন, লুটপাট আর প্রকৃতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার নীতি আজ সিলেটকে হতশ্রী করে তুলেছে।
সম্প্রতি আলোচিত ‘সাদাপাথর’ কাণ্ড প্রসঙ্গে স্মারকলিপিতে বলা হয়—এটি কেবল পাথর লুট নয়, বরং সিলেটের প্রাণ-প্রকৃতির ওপর এক নির্মম আঘাত। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত অনেকের নাম প্রকাশ্যে এসেছে। তদন্ত কমিটির মাধ্যমে আরও নাম সামনে আসবে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তারা প্রকৃত দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এছাড়া জাফলং, শ্রীপুর উৎমাছড়া সহ সিলেটের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন এবং ভূমি দখলের চলমান প্রক্রিয়া বন্ধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, সুনির্দিষ্ট নিয়ম মেনে ও প্রকৃতি-পরিবেশ রক্ষা করে প্রয়োজনীয় পাথর ও বালু উত্তোলন করা যেতে পারে। তবে এজন্য প্রশাসনের সক্রিয়, সতর্ক এবং কার্যকর পদক্ষেপ জরুরি।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD