সিলেটে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি, বন্যার আশঙ্কা

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৫

সিলেটে বাড়ছে সুরমা-কুশিয়ারার পানি, বন্যার আশঙ্কা

এফ এম হাসান : সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীসহ প্রধান নদ-নদীগুলোর পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। বেশ কয়েকটি নদীর পানি বর্তমানে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। এ পরিস্থিতি চললে অল্প সময়ের মধ্যেই নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

 

 

 

এদিকে, ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত টানা ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। মেঘালয় অঞ্চলে ইতোমধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। এই পাহাড়ি ঢল সরাসরি প্রভাব ফেলবে সিলেটের সুরমা-কুশিয়ারা নদীতে।

 

 

 

 

বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি ঢলের কারণে সিলেট জেলার জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট ও বিয়ানীবাজার উপজেলায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। জাফলং ও কোম্পানিগঞ্জ দিয়ে প্রবল ঢল নামতে পারে যেকোনো সময়। যদিও সিলেটের অনেক হাওর এখনও খালি রয়েছে, যা কিছুটা ক্ষয়ক্ষতি কমাতে পারে, তবে নদীগুলোর দুর্বল ও জীর্ণ বাঁধ ভেঙে পানি প্রবেশ করলে বিশেষ করে জকিগঞ্জ উপজেলার অন্তত ১০০টির বেশি গ্রাম তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ