সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪
সিলেটে হঠাৎ করেই বেড়েছে অপরাধপ্রবণতা। চুরি, ছিনতাই ছাড়াও কিশোর চক্র ও ঝাপটা পার্টির সংঘবন্ধ অপরাধকাণ্ডে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়িয়েছে জনমনে। বাসা কিংবা রাস্তায় বের হলে তাড়া করে বেড়াচ্ছে চুরি ও ছিনতাই আতঙ্ক। সর্বশেষ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে মোবাইল ফোন ‘চুরি হয়’ সাংবাদিক এনামুল হক জুবেরের। এঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন বলে জানিয়েছেন তিনি।
এরআগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মহানগরের সিলেট ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ সংলগ্ন কেওয়াপাড়ার একটি বাসা থেকে মোবাইল ফোন ও ব্যানিটি ব্যাগ চুরি হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে- মহানগরের সার্বিক নিরাপত্তা ও জানমাল হেফাজতের স্বার্থে তৎপর রয়েছেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, এক মাসে সিলেট নগরীতে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। মহানগরের বন্দরবাজার ও কিনব্রিজ এলাকায় প্রায়ই ছিনতাইকারীর কবলে পড়ে কবলে পড়ে মোবাইল ও টাকা খোয়াচ্ছেন পথচারী। এছাড়া বন্দরবাজার, কিনব্রিজ, বাস টার্মিনাল, উপশহর, শিবগঞ্জ, আম্বরখানা, টিলাগড়, তেররতন, ওসমানী মেডিকেল এলাকাসহ বিভিন্ন স্থানে সবচেয় বেশী সংঘবদ্ধ চক্র অপরাধ কাজে জড়িত।
বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নভেম্বরে অন্তত ১৯টি চুরি, আটটি ছিনতাই ও একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ করেছেন ভোক্তভোগিরা।
গত সোমবার (৯ ডিসেম্বর) বেলা ২টার দিকে শিবগঞ্জ এলাকায় ব্যাংক থেকে ৪২ লাখ টাকা তুলে বাসায় ফেরার পথে ছনিতাইকারীর কবলে পড়েন ব্যবসায়ী রুপায়েল আহমদ ও তাঁর ভাই হেলাল আহমদ। একই দিন সোনালী ব্যাংক আম্বরখানা করপোরেট শাখা থেকে বিদেশি টাকা এক্সচেঞ্জ করে দুপুরে রিকশায় বাসায় ফেরার পথে দর্শন দেউড়ি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন এক নারী। এসময় সিএনজি অটোরিকশার কয়েকজন চালকের সহায়তায় ওই নারী রক্ষা পান। ধাওয়া খেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
গত ৪ নভেম্বর ভোরে ঢাকা থেকে সিলেট বাস টার্মিনাল নেমে কিনব্রিজ যাওয়ার সময় ঝাপটা পার্টির কবলে পড়েন ব্যসায়ী সাজিদুল ইসলাম। তিনি মোবাইল ফোনে কথা বলার সময় দুই যুবক ছোঁ মেরে ফোন নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্তি উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অপরাধীদের মধ্যে সবসময় অপরাধ প্রবণতা কাজ করে। অস্থিতিশীল কিংবা জনমনে আতঙ্কের জন্য কেউ এসব করছে বলে মনে হয় না।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD