সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৪
সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজ শুক্রবার ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচিতে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় আখালিয়ায় এলাকা। কয়েকজন শিক্ষার্থী, ৫ পুলিশ সদস্য , সাংবাদিক ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এ ঘটনায় আটক হয়েছেন ৮ জন। গুলিতে আহত হয়েছেন ইংরেজি ডেইলী দি এশিয়ান এইজ এর সিলেট অফিসের ফটো ও রাইজিং সিলেট অনলাই পোর্টালের ভার প্রাপ্ত সম্পাদক সাংবাদিক কামাল হোসেন মিঠু ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধি মিঠু দাস জয়। একজনের হাতে এবং একজনের গালে গুলি লাগে। আহত দুই সাংবাদিক চিকিৎসা নিয়ে আশংকা মুক্ত আছেন। পথচারী আহত শিশুটি এখনো বেঁচে আছে। এখন পর্যন্ত কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে এসএমপি।
হামলার বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ফয়সাল হোসেন কালবেলাকে বলেন, আমাদের ওপর নির্বিচারে পুলিশ পেছন থেকে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। এতে আমাদের বেশকিছু নারী শিক্ষার্থীসহ প্রায় ১০০জনের অধিক আহত ও ৮জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, রাস্তা ব্লক করে আন্দোলনের সময় শিক্ষার্থীরা হামলা করে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ারশেল, ফাঁকা গুলি, সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। তা ছাড়া আমরা ৮জন দুষ্কৃতিকারীকে আটক করেছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করছি।
পুলিশ টিয়ার শেল (গ্যাস) ছুড়ে অন্য দিকে সাধারন ছাত্ররা ইট পাটকেল মারতে শুরু করে। আমরা কয়েক জন সাংবাদিকরা মাউন্ড এডোরা হাসপাতালের ভিতরে ঢুকে পড়ি। ঐ সময় আমরা হাত দিয়ে বারবার পুলিশকে গুলি না করার জন্য ইশারা দেই।পুলিশ আমাদের দিকে রাবার বুলেট ও ছররা গুলি মারে।
হাসপাতালের সামন থেকে আমরা ভিডিও ও ছবি ধারণ করার সময় দেখি আমার হাত দিয়ে রক্ত বের হচ্ছে । তখন আমরা দুজন সাংবাদিক আহত হই।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D