
নিজস্ব প্রতিবেদক | সিলেট |
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (এস২-এজেটি) উড়োজাহাজের ইঞ্জিন। বুধবার সকালে বিমানবন্দরের বে–৩ নম্বরে লন্ডনগামী ফ্লাইটে বোর্ডিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উড়োজাহাজটি অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত লন্ডন ফ্লাইটটি বিলম্বিত হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প উড়োজাহাজ প্রস্তুত করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে ফ্লাইট সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে।
সূত্র জানায়, এস২-এজেটি উড়োজাহাজটি বিজি ১২৫ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণে সেটি স্থগিত করে ঢাকা থেকে অন্য একটি উড়োজাহাজ বিকল্প হিসেবে পাঠানো হয়েছে। নতুন উড়োজাহাজটি দুপুর আড়াইটায় সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, এই ঘটনার প্রভাবে অন্যান্য ফ্লাইটেও বিলম্ব হচ্ছে।
সূত্র অনুযায়ী,
বিজি ৩০৫ (টরন্টো) ফ্লাইট প্রায় দুই ঘণ্টা,
বিজি ৩৪৭ (দুবাই) ফ্লাইট প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে ছেড়ে যাবে।
বাংলাদেশ বিমানের জনসংযোগ মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন,
“বোর্ডিং ব্রিজটি গিয়ে উড়োজাহাজটির ইঞ্জিনের পাশে ধাক্কা লাগে। এতে উড়োজাহাজটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের সুবিধার্থে ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান,
“উড়োজাহাজটির ক্ষতির পরিমাণ এবং ঘটনার জন্য কারা দায়ী, তা তদন্তের পর জানা যাবে।”
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।