সিলেটে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

সিলেটে ব্যবসায়ীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ব্যবসায়ী সুহেল আহমদ ও মাহদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

রবিবার (৬ জুলাই) বিকেলে গোলাপগঞ্জে গীর্দ্দ, ঘোগা ও মঞ্জুরাবাদ গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভায় আসামীদের গ্রেফতার করতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।

 

 

 

 

 

 

 

জানা যায়, শনিবার রাতে উপজেলার নুরজাহান সিএনজি পাম্পের পাশে অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে সন্ত্রাসীরা। এতে মারাত্মক আহত হন ব্যবসায়ী সুহেল আহমদ ও মাহদী। এরপর তদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

উপজেলার সদর ইউনিয়নের নূরজাহান সিএনজি স্ট্যান্ডের পাশে অনুষ্ঠিত সভায় জসিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আব্দুল কাদির, দেলওয়ার হোসেন, শিমুল আহমূ, সাজু আহমদ, সালা উদ্দিন, সামাদ, রিজু আহমদ, সাইদুল আহমদ, ফজলু মিয়া ও কাওছার আহমদ, রুবেল আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ