১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ছাত্র ইউনিয়নের ৩ নেতা আটক

admin
প্রকাশিত ০৪ নভেম্বর, মঙ্গলবার, ২০২৫ ২০:৫৭:১৮
সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে ছাত্র ইউনিয়নের ৩ নেতা আটক

Manual8 Ad Code

সিলেটে ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তিন নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে তাঁদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটকরা হলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল, এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সংগঠক মো. জুবায়ের আহমেদ জুয়েলশান্ত তালুকদার

জানা গেছে, মঙ্গলবার বিকেলে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনসহ শ্রমিক সংগঠক ও রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং মামলা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়। এ সময় সমাবেশস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ।

Manual2 Ad Code

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান আটকসংক্রান্ত তথ্য নিশ্চিত করে বলেন, “তাঁদের থানায় আনা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এর আগে গত শনিবার দুপুরে সিলেটের বাসদ কার্যালয় থেকে ২২ জন নেতা-কর্মীকে আটক করেছিল পুলিশ।
সম্প্রতি ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নামেন। আন্দোলনের সময় দীর্ঘ সময় সড়ক অবরোধ করা হয়। পুলিশ জানায়, ওই আন্দোলনে বাসদ ও সিপিবির কয়েকজন নেতা সংগঠক হিসেবে যুক্ত ছিলেন।

Manual1 Ad Code