সিলেট ১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫
সিলেট, ৩ অক্টোবর — নগরীতে সিএনজি চালিত অটোরিকশা ও রিকশার ভাড়া নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অব্যাহত। যাত্রীরা অভিযোগ করেছেন, প্রতি কিলোমিটারে রিকশা ভাড়া নির্ধারিত না থাকার কারণে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে।
বিশেষ করে নগরের ব্যস্ততম সড়কগুলোতে রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন। সিটি কর্পোরেশন (সিসিক) ভাড়া নির্ধারণ করলেও চালকেরা তা মানছেন না। সিসিকের উদ্যোগ কার্যকর না হওয়ায় নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রিকশা চালকরা বলেন, “সিসিকের তালিকা অনুযায়ী ভাড়া নিলে পরিবার চালাতে পারব না।” অন্যদিকে যাত্রীরা মনে করেন, নির্ধারিত ভাড়া তালিকায় যাত্রীদের স্বার্থরক্ষা হয়নি, বরং ভাড়া বেশি ধরা হয়েছে।
সিএনজি ক্ষেত্রে যাত্রীদের অভিযোগ, গন্তব্য ঠিক করেও চালকরা বাড়তি ভাড়া নিচ্ছেন। বৃষ্টি বা রাতের বেলা ভাড়া আরও বেড়ে যায়। তবে নগরের অনেক চালক নিয়ম মেনে ভাড়া নিচ্ছেন।
২০১৫ সালে সিসিক রিকশাভাড়ার জন্য কমিটি গঠন করেছিল এবং নতুন তালিকা নির্ধারণ করা হলেও চালকদের অনীহা ও নজরদারির অভাবে তা কার্যকর হয়নি। দশ বছর পরও নগরের রিকশাভাড়া নিয়ন্ত্রণের সুফল মেলেনি।
মজুমদারীর বাসিন্দা রফিক আহমদ বলেন, “বৃষ্টির সময় সিএনজি ভাড়া ২০০ টাকা দাবি করেছে। পরে অন্য যানবাহন কম ভাড়ায় নিয়ে গেছে। যাত্রীরা জানে না কোন রুটে কত ভাড়া হওয়ার কথা।” মদিনা মার্কেটের বাসিন্দা খাদিজা বেগম বলেন, “৪০ টাকা ভাড়া ঠিক করেছিলাম, নামার সময় ৫০ টাকা দাবি করলেন।”
সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী ঘোষণা করেছেন, নগরের প্রতিটি রুটে সিএনজি অটোরিকশার জন্য একটি ন্যায্য ভাড়ার তালিকা প্রস্তুত করা হবে। তিনি বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের জিম্মি করা এবং অবৈধ স্ট্যান্ড গড়ে ওঠার অভিযোগ রয়েছে। এসব নিয়ন্ত্রণ করতে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এটি শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে।”
নগরবাসীর দাবি, শুধু সিএনজি নয়, রিকশার ভাড়াও তালিকাভুক্ত করা প্রয়োজন। তারা মনে করেন, কেবল তালিকা তৈরি করলেই হবে না; পুলিশ ও সিসিকের তদারকির মাধ্যমে ভাড়া নীতি কার্যকর করতে হবে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD