১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে শনিবার ১১ কেভি ফিডারের মেরামত কাজের জন্য বিদ্যুৎ বন্ধ

admin
প্রকাশিত ০৩ অক্টোবর, শুক্রবার, ২০২৫ ২২:২০:৫৩
সিলেটে শনিবার ১১ কেভি ফিডারের মেরামত কাজের জন্য বিদ্যুৎ বন্ধ

Manual7 Ad Code

সিলেট, ৩ অক্টোবর — সিলেটের বিভিন্ন এলাকায় ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Manual2 Ad Code

বিডিবি সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন আজ শুক্রবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডার ও ১১ কেভি নাইওরপুল ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

Manual2 Ad Code

নয়াসড়ক ফিডারের আওতায় বিদ্যুৎ থাকবে না কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া ও চারাদীঘিরপাড় এলাকায়।
নাইওরপুল ফিডারের আওতায় বিদ্যুৎ থাকবে না কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদীঘির উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশের এলাকায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। এছাড়া, সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুঃখ প্রকাশ করেছে।

Manual3 Ad Code