সিলেটে শনিবার ১১ কেভি ফিডারের মেরামত কাজের জন্য বিদ্যুৎ বন্ধ

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৫

সিলেটে শনিবার ১১ কেভি ফিডারের মেরামত কাজের জন্য বিদ্যুৎ বন্ধ

সিলেট, ৩ অক্টোবর — সিলেটের বিভিন্ন এলাকায় ১১ কেভি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের কারণে আগামীকাল শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিডিবি সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন আজ শুক্রবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১১ কেভি নয়াসড়ক ফিডার ও ১১ কেভি নাইওরপুল ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

নয়াসড়ক ফিডারের আওতায় বিদ্যুৎ থাকবে না কাজীটুলা, মানিকপীর মাজার রোড, নয়াসড়ক, বারুদখানা, জেলরোড, হাওয়াপাড়া ও চারাদীঘিরপাড় এলাকায়।
নাইওরপুল ফিডারের আওতায় বিদ্যুৎ থাকবে না কাজী জালাল উদ্দিন স্কুল, নাইওরপুল পয়েন্ট, ওসমানী জাদুঘর, ধোপাদীঘির উত্তরপাড়, অনাবিল, হোটেল অনুরাগ, ঝরনারপাড়, কুমারপাড়া পয়েন্ট, শাহী ঈদগাহ ও আশপাশের এলাকায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে। এছাড়া, সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দুঃখ প্রকাশ করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ