সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২৫
সিলেটে সাইবার অপরাধসহ একাধিক মামলার আসামি কামরুল ইসলাম জনি গ্রেফতার
সিলেটে মহানগরীর সাইবার অপরাধী কামরুল ইসলাম জনি (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা-পুলিশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সিলেট মহানগরীর শাহপরাণধীন পিরেরচক এলাকা থেকে শাহপরাণ (রহ.) থানার একদল পুলিশ জনিকে গ্রেফতার করে। গ্রেফতার কামরুল ইসলাম জনি শাহপরাণ থানাধীন পিরেরচক এলাকার মানিক মিয়ার ছেলে।
জানা যায়, সিলেট ল’ কলেজের ছাত্রী খাদিমনগর এলাকার ছালমা বেগম ও তার পরিবারের সদস্যদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসইবুকে আসামি কামরুল ইসলাম জনি ও তার সহযোগীরা নিজেদের আইডি ও ভুয়া আইডি থেকে ছালমা বেগম সম্পর্কে করুচিপূর্ণ, অশ্লীল ছবি ও স্ট্যাটাস প্রদান করে। এর প্রেক্ষিতে ছালমা বেগম ২০২২ সালের ২৫ মার্চ শাপহরাণ (রহ.) থানায় ছালামা বেগম একটি মামলা দায়ের করেন। ওই মামলার ৪ নম্বর আসামি কামরুল ইসলাম জনি।
এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন সিলেট নগরীর সোনারপারা এলাকার মৃত নুর উদ্দিনের ছেলে মো. ফয়জুল কয়েছ। তিনি বর্তমানে জামিনে আছেন। এই মামলাটি বর্তমানে সাইবার ট্রাইব্যুানালে বিচারাধীন রয়েছে।
এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সাইবার মামলার পলাতক আসামি কামরুল ইসলাম জনির বিরুদ্ধে আমাদের পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আটক করে থানা নিয়ে আসে। তাকে মঙ্গলবার আদালত সোপর্দ করা হবে। এই মামলায় বাকী আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত আছে।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD