সিলেট ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৪
সিলেটে সাইবার মামলায় জামিন
পেলেন সাংবাদিক দিপু ও মালেক
২০২১ ইং সালে শাহপরান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার চার্জশিটভূক্ত আসামী বাংলাভিশনের স্টাফ রিপোর্টার (সিলেট) সাংবাদিক দিপু সিদ্দিকী ও দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক বুধবার জামিন লাভ করেন। সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল জামিনের আদেশ দেন। জামিন শুনানীতে আসামী পক্ষে উপস্থিত ছিলেন সিলেট আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) , অ্যাডভোকেট মো. তাজ উদ্দিন, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সিলেট সাইবার ট্রাইব্যুনালের এডিশনাল পিপি এ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ সিলেটের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য ২০২১ ইং সালে সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের শাহজালাল উপশহরের তেররতন ৭৯ নং বাাসার রফিক উদ্দিনের পুত্র মারজান উল হক বাদী হয়ে শাপরান থানায় ৪ জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলা নং- ১০, তারিখ ১৭/১০/২০২১ ইং। মামলার এজাহারে সাংবাদিক দিপু সিদ্দিকী ও সাংবাদিক এম এ মালেকের নাম নেই। পরবর্তীতে মামলাটির তদন্তভার অর্পিত হয় সিআইডি সিলেট মেট্রো ও জেলা শাখায়। সিআইডি মামলার অভিযোগপত্রে নতুন করে ৫ ও ৬ নং আসামী হিসেবে সাংবাদিক দিপু সিদ্দিকী ও এম এ মালেককে অন্তভূক্ত করে ২০২৩ইং সালে আদালতে মোট ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করেন। সর্বশেষ গত ২২ জানুয়ারী আদালত দিপু সিদ্দিকী ও এম এ মালেকের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করলে তারা দুজন আদালতের প্রতি সম্মান জানিয়ে আত্মসমর্পন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। প্রেস-বিজ্ঞপ্তি।
বার্তা প্রেরক
এম এ মালেক
০১৭১১-৩৭০৮৫১
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
প্রধান সম্পাদক : ডাঃ বাপ্পি চৌধুরী,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by M-W-D