সিলেটে সেনাবাহিনীর অভিযান : মাদক উদ্ধার, ৩ নারীসহ আত্মসমর্পণে আটক ৪

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২৫

সিলেটে সেনাবাহিনীর অভিযান : মাদক উদ্ধার, ৩ নারীসহ আত্মসমর্পণে আটক ৪

 

সিলেটে সেনাবাহিনীর অভিযান : মাদক উদ্ধার, ৩ নারীসহ আত্মসমর্পণে আটক ৪

 

 

সিলেট শহরতলীর পীরের বাজার শাহসুন্দর (রহ.) মাজার এলাকার একটি বাড়ি থেকে তিন নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করে সেনাবাহিনী।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার পীরেরবাজার শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ওই বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামের একজন সাংবাদিক পরিচয়ধারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

এসময় ১টি ফেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, পাঁচফুট, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়।

 

 

ঘটনার পরপর সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক পরিচয়ধারী রাজন আহমদ আরিয়ান লাইভে আসেন বুকে কোরআন শরীফ নিয়ে, এবং তিনি কোন এক মহলের চক্রান্তের শিকার বলে দাবী করেন, তিনি আরো বলেন যে গোয়েন্দা পুলিশ পরিচয় ৩/৪ জন তার বাসায় গিয়ে জোর জাবস্ত করে তার পকেটে ফেন্সিডিল ঢুকাতে চাইলে সে ধস্তাধস্তি করে, এবং পরবর্তীতে সেনাবাহিনীর লোকেরা আসেন এবং তার ঘরে থাকা যুবতী তিন বোন সহ তার পাশের বাসার একজন কে আটক করেন,এরিমধ্য তার এক বোন প্যাগনেট, পরিবারের সদস্যদের মুক্তি লাভে নিজেকে নির্দোষ বলে দাবী করেন, লাইভে এমন বক্তব্য প্রধান করে সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করেন।

 

এ ব্যাপারে শাহপরাণ (রহ.) থানার ডিউটি অফিসার এসআই তোতা মিয়া জানান, সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে। ৪ জনকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ