সিলেটে হাসপাতাল সহ ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা-জরিমানা

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৫

সিলেটে হাসপাতাল সহ ১১ প্রতিষ্ঠানের বিরুদ্ধে  মামলা-জরিমানা

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) মোতাবেক সিলেট অঞ্চলের ১১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পরিবেশগত নিয়ম ভঙ্গের অভিযোগে মামলা করা হয়েছে এবং মোট ৪ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

 

 

 

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার জানান, নবায়নবিহীন পরিবেশ ছাড়পত্র থাকা, ছাড়পত্রের শর্ত লঙ্ঘন এবং অবস্থানগত ভুলের কারণে এই প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছে। এ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলেট সোবহানীঘাট ওয়েসিস হাসপাতাল লিমিটেড, সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড, সোবহানীঘাট পপুলার মেডিকেল সেন্টার এন্ড হাসপাতাল, ফেয়ার হেলথ হাসপাতাল এবং ফেয়ার হেলথ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারসহ অন্যান্য।

 

 

 

আনোয়ার আরও জানান, পরিবেশ অধিদপ্তরের আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় এই কার্যক্রমের মাধ্যমে পরিবেশ রক্ষায় সিলেটের স্বাস্থ্য প্রতিষ্ঠানসহ অন্যান্য খাতে পরিবেশগত নিয়ম-কানুন মেনে চলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ