১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেটে ২০ মামলার আসামি শীর্ষ ডাকাত সজল গ্রেপ্তার

admin
প্রকাশিত ১৪ জানুয়ারি, বুধবার, ২০২৬ ২১:৪৫:০৭
সিলেটে ২০ মামলার আসামি শীর্ষ ডাকাত সজল গ্রেপ্তার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ২০টি মামলার এজাহারভুক্ত আসামি ও শীর্ষ ছিনতাইকারী কামরান আহমদ সজলকে (৩০) গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃত সজল সিলেট মহানগরীর শিবগঞ্জস্থ সেনপাড়ার মৃত আব্দুল কাদিরের ছেলে।

Manual4 Ad Code

পুলিশি অভিযান ও অপরাধী শনাক্তকরণ: পুলিশ জানায়, বুধবার কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি বিশেষ দল নগরীর বন্দরবাজারের জেল রোডস্থ তোফা এন্টারপ্রাইজের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সজলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অপরাধের খতিয়ান: গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তথ্য ব্যবস্থাপনা সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনা করে দেখা যায়, সজলের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, দ্রুত বিচার আইন, বিস্ফোরক উপাদানাবলী আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মোট ২০টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতি চক্রের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

Manual4 Ad Code

পরবর্তী আইনি পদক্ষেপ: কোতোয়ালী মডেল থানা সূত্র নিশ্চিত করেছে যে, সজলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। যথাযথ পুলিশি পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

সিলেট নগরীতে অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতাকে সাধারণ মানুষ ইতিবাচক হিসেবে দেখছেন।