সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : ৭ মার্চ বিকেলে সিলেট শহরতলীর পীরেরবাজার শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে তিন নারীসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
এসময় বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরবর্তীতে সাংবাদিক রাজন আত্মসমর্পণ করেন সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে। সেনাবাহিনীর সদস্যরা রাজনের বক্তব্য শোনার পর বিষয়টি শাহপরান রহঃ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন কে তদন্ত করতে বলেন, প্রাথমিক তদন্তে আটককৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। প্রতিহিংসা শিকার হয়েছে তিন নারী সহ সাংবাদিক রাজনের পরিবার।
তাদের ফাঁসাতে বাসার ভেতরে মাদকদ্রব্য অন্য কেউ রেখে গিয়েছিলো বলে আমরা ধারণা করছি। ওসি বলেন, এলাকাবাসীও তাদের ব্যাপারে কোন অপরাধমুলক কাজের তথ্য দিতে পারেনি। তাই তাদের সেনাবাহিনীর সঙ্গে আলাপ করে শনিবার (৮ মার্চ) ভোররাতে তাদের স্ব-সম্মানে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন। (৮ মার্চ) রাত ৯ ঘটিকায় সাংবাদিক রাজন নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন এবং তিনি সোশ্যাল মিডিয়ায় জানান যে, তিনি একটি কুচক্রী মহলের চক্রান্তের শিকার,। তার বাসার পেছনে গাছ বেয়ে কিংবা বাউন্ডারি বেয়ে ছাঁদে উঠতে যে কেউ পারবে।
ঘটনার দিন তিনি মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন, সাদা পোশাকে ৪ জন লোক এসে তার বাসায় প্রবেশ করে, এবং তার বোনদের রোমে দরজা বন্ধ করে দিলে তারা ডাকাত মনে করে চিৎকার করলে আশপাশের লোক জড়ো হয়ে যায়, এবং সাদা পোশাকধারী চারজনের সাথে ধস্তাধস্তি হয় প্রতিবেশীদের, চিৎকার শোনে নামাজ শেষে রাজন বাসায় আসলে তার পকেটে জোর জাবস্ত করে ফেনসিডিলের বোতল তার পাঞ্জাবির পকেটে ঢুকানোর চেষ্টা করলে,রাজন তাদের সাথে ধস্তাধস্তি করেন। এরিমধ্যে সেনাবাহিনীর একটি বিশেষ টিম এসে পৌছায়, এবং রাজনের তিন বোন সহ প্রতিবেশী লিমন নামের এক যুবককে গ্রেফতার করে নিয়ে যায় সেনা ক্যাম্পে।
ঐদিন মাগরিরের পূর্বে সাংবাদিক রাজন বুকে কোরআন শরীফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ বার্তায় নিজেকে নির্দোষ ও চক্রান্তের শিকার বলে দাবী করে সেনা ক্যাম্পে আত্মসমর্পণ করেন, এবং সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা তার জবানবন্দী শোনে থানা কর্তৃপক্ষের নিকট আটক ৪ জন সহ রাজনকে হস্তান্তর করেন। রাজন আরো বলেন ঐদিন ঘটনার সাথে সাথে কথিত সাংবাদিকেরা লাইভ করে, এবং বিভিন্ন নিউজ পোর্টালে তার বোনদের ছবি সহ মানহানিকর ভাষায় শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করে,। রাজন আরো বলেন এমন জঘন্যতম চক্রান্তমূলক ঘটনার সাথে ঐসব সাংবাদিকেরা জড়িত রয়েছেন, এব্যাপারে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, তিনি পুলিশ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের ও সিলেটের সচেতন মহলের সহযোগিতা আশা করেন ন্যায় বিচার পেতে,।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD