সিলেট ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা সফলভাবে সম্পন্ন হওয়ায় সাংবাদিক, সাধারণ জনগণ, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর শাখা। গত শুক্রবার (২৫ জুলাই) সিলেট নগরীতে আয়োজিত শান্তিপূর্ণ পদযাত্রা সহ রাজনৈতিক কর্মসূচি সুষ্ঠুভাবে ও শৃঙ্খলার মধ্য দিয়ে সম্পন্ন হওয়ায় এনসিপির সিলেট জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দীন সাহান এবং মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী এক যৌথ বিবৃতিতে এই ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে তাঁরা বলেন, “এই কর্মসূচি সফল করতে যে সকল সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সিলেটের সিভিল প্রশাসনের সংশ্লিষ্ট ইউনিট দায়িত্বশীলতা ও সহযোগিতার সঙ্গে পাশে ছিলেন—আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।” এছাড়াও সিলেটের সাধারণ মানুষ, যাঁরা কর্মসূচিতে সরাসরি অংশগ্রহণ করেছেন কিংবা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান এনসিপি নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা আরও বলেন, “সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে গণতান্ত্রিক সহাবস্থানের মাধ্যমে এই কর্মসূচিকে সম্মান জানিয়েছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধে আস্থা প্রকাশ করেছেন, তা প্রশংসনীয়।” জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, “আমরা বিশ্বাস করি—গণতন্ত্র, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার পথে সকলের সম্মিলিত প্রয়াসই দেশকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতেও এই সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকবে বলে আমরা আশাবাদী।”
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD