সিলেট ওসমানী বিমানবন্দরে ফের ধরা পড়ল কোটি টাকার স্বর্ণ

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৫

সিলেট ওসমানী বিমানবন্দরে ফের ধরা পড়ল কোটি টাকার স্বর্ণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ধরা পড়ল কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে যাত্রীবিহীন একটি সিটের নিচে থেকে ৯৩৩ গ্রাম ওজনের আটটি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

 

 

জানা যায়, স্বর্ণের বারগুলো যাত্রীবিহীন একটি সিটের নিচে বিশেষ কৌশলে লুকায়িত ছিল। জব্দ করা স্বর্ণের বাজারমূল্য এক কোটি টাকা।

 

 

বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা ইনজামাম উল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের দপ্তর থেকে জানা যায়, গত তিন মাসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে ৯টি অভিযানে প্রায় ২১ কেজি ৩৪৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

 

 

চোরাচালান প্রতিরোধে কাস্টমস কর্তৃপক্ষ রাষ্ট্রীয় স্বার্থে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্টেকহোল্ডার, যাত্রী ও জনসাধারণের সহায়তা কামনা করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ নিউজ