১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী

admin
প্রকাশিত ১৫ মে, বৃহস্পতিবার, ২০২৫ ০১:৩৪:২৩
কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন সাবেক মন্ত্রী

Manual7 Ad Code

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :

Manual7 Ad Code

অসুস্থ হয়ে পড়ায় সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

জানা গেছে, ইমরান আহমদ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার ১০ নম্বর কেবিনে চিকিৎসাধীন। ভর্তির আগে তাঁকে হাসপাতালের পরিচালকের কক্ষে রাখা হয়। তিনি সেখানে ঘণ্টাখানেক ছিলেন।

Manual8 Ad Code

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, ইমরান আহমদ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। তাই তাঁকে চিকিৎসার জন্য সকালে কারাগার থেকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে ইমরান আহমদ চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পরে তাঁকে সিলেটের একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন সিলেট মহানগরীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলাসহ গোয়াইনঘাট থানার আরও দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর পর থেকে তিনি সিলেট কারাগারে রয়েছেন।

Manual5 Ad Code