
সিলেট খাদিম পাড়ার রাস্তার পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সিলেটের শাহপরান (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী বুলাইমিল নামক এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত (আনুমানিক ৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ। তবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী বুলাইমিল এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে শাহপরান (রহঃ) মাজার তদন্ত কেন্দ্র পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল আজিজ তাহার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন।
সুরতহাল শেষে মরদেহ টি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহঃ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা যায় মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। আমরা মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করতেছি ।
সূত্র, সিলেটের চাকরির খবর