১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় গভীররাতে টিলার মাটি ধসে, একই পরিবারের ৪ জনের মৃত্যু

admin
প্রকাশিত ০২ জুন, সোমবার, ২০২৫ ২৩:৩৬:২৫
সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়  গভীররাতে টিলার মাটি ধসে, একই পরিবারের ৪ জনের মৃত্যু

Manual8 Ad Code

কামাল খান সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় টিলার মাটি ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছে। টানা বৃষ্টির কারণে শনিবার দিবাগত রাত ২টার দিকে বখতিয়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

Manual3 Ad Code

 

গোলাপগঞ্জের ইউএনও ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), রহিমা বেগম; তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) । স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাশে।

Manual4 Ad Code

 

 

Manual4 Ad Code

 

 

Manual6 Ad Code

শনিবার গভীররাতে সেখানে টিলার মাটি ধস হলে ঘরে থাকা রিয়াজসহ চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন এসে মৃতদেহ উদ্ধার করে।গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, টিলার মাটি ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি। লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।