সিলেট ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৫
কামাল খান
সিলেট জেলা কানাইঘাট উপজেলার লালারচক গ্রামের গর্ব, দারুল হাদীস মাদরাসাতুল বানাত আল-ইসলামিয়া, বাঘা গৌরাবাড়ী, গোলাপগঞ্জ-এর সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা এখলাছুর রহমান (দা.বা.) সাহেবকে তৃতীয়বারের মতো “এদারাতুল মাদারিসিল ইসলামিয়া লিল বানাত বাংলাদেশ” বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক (Controller of Examination) হিসেবে মনোনীত করা হয়েছে।
এ মনোনয়ন আগামী তিন বছরের মেয়াদে কার্যকর থাকবে। সংশ্লিষ্ট বোর্ড কর্তৃপক্ষ তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও সুপরিচিত নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্বে পুনরায় মনোনীত করেছে।
উল্লেখ্য, মাওলানা এখলাছুর রহমান সাহেব বহু বছর ধরে নারী শিক্ষার অগ্রগতিতে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন। তাঁর এই পুনর্নিয়োগ গোটা অঞ্চলের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়।পরিবার, শিক্ষক সমাজ ও শুভানুধ্যায়ীরা তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
আল্লাহ তাআলা তাঁকে এ দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তাওফিক দিন — আমিন।
প্রধান উপদেষ্টা: বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,
উপদেষ্টা : খান সেলিম রহমান, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা, ঢাকা ।
উপদেষ্টা : মোহাম্মদ হানিফ,
প্রকাশক : মোঃ ফয়ছল কাদির,
সম্পাদক : মাছুম কাদির,
সিলেট অফিস : রংমহল টাওয়ার(৪র্থ তলা) বন্দরবাজার সিলেট,৩১০০। মোবাইল নং-০১৭১৮৬২০২৯১,
ই-মেইল : Foysolkadir503@gmail.com,
Design and developed by DHAKA-HOST-BD