সিলেট তালতলা হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপে ৮ জন আটক
সিলেট নগরীর তালতলাস্থ আবাসিক হোটেল বিলাস থেকে অসামাজিক কাজে সম্পৃক্ত থাকায় ৮ জন আটক হয়েছে। গত রোববার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে ২ নারী রয়েছেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন গোয়াইনঘাটের বড়নগরের শামসুল ইসলামের পুত্র হোটেল বিলাসের স্টাফ রাসেল আহমেদ (২৫), ছাতকের খুড়মা বাজার এলাকার মৃত সোরাব আলীর পুত্র জমির (৩৫), শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইসলামপুরের মৃত রশিক আলীর পুত্র হোটেল বিলাসের স্টাফ এমদাদুল হক (৪৬), কিশোরগঞ্জের মৃত সুলতান আহমেদের পুত্র হোটেল বিলাসের স্টাফ নুরুল আমীন (৫৩), সুনামগঞ্জের আশাওরার প্রমোদ দাশের পুত্র তাপস দাস (৩২), শান্তিগঞ্জ উপজেলার শিকারকান্দি গ্রামের আলাই খানের পুত্র জুনায়েদ খান (২৭), ব্রাহ্মণবাড়িয়া চম্পকনগরের মৃত সালাউদ্দিনের স্ত্রী রিনা (৪০) ও হবিগঞ্জের চুনারুঘাটের সজিবের স্ত্রী রাবিয়া (৩৫)। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।