১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে রজব, ১৪৪৭ হিজরি

সিলেট থেকেই এবারের নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি: ফখরুল ইসলাম

admin
প্রকাশিত ০৪ জানুয়ারি, রবিবার, ২০২৬ ২০:৫৯:৫৪
সিলেট থেকেই এবারের নির্বাচনী প্রচার শুরু করবে বিএনপি: ফখরুল ইসলাম

Manual1 Ad Code

সুনির্মল সেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সিলেট থেকেই এবারের নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি।দুই একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলেও জানান তিনি। রবিবার(৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

 

 

Manual1 Ad Code

এই নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এটি এজন্য গুরুত্বপূর্ণ কারণ মানুষ এতোদিন তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। দীর্ঘদিন পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। আগামী নির্বাচন নিয়ে মিডিয়া আশংকার কথা বললেও দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না উল্লেখ করে তিনি বলেন, প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচন নিয়ে আশাবাদী জানিয়ে তিনি বলেন, নির্বাচন তার পথে এগিয়ে চলছে। সবার সহযোগিতায় কমিশন নির্বাচন বাস্তবায়ন করবে। মব সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, মবোক্রেসী গণতন্ত্রকে ধ্বংস করে দেয়।

Manual4 Ad Code

 

 

 

Manual3 Ad Code

এটা থেকে বের হতে হবে। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন বেগম খালেদা জিয়া। আগামীতে যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, সেটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন যে সুযোগ পেয়েছি তা কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এই সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না। গণতান্ত্রিক সংসদ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন মির্জা ফখরুল। প্রসঙ্গত, রোববার একদিনের ব্যক্তিগত সফরে সিলেট আসেন মির্জা ফখরুল। বিকেলে সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর সন্ধ্যায় বিমানবন্দর এলাকার একটি হোটেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। লাইক শেয়ার করে পাশে থাকুন

Manual4 Ad Code